শ্রীমঙ্গল উপজেলা বঙ্গবন্ধু অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ৫:৫১ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ এ শ্রীমঙ্গল উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার নেতৃত্বে ছিলো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ৩ মেধাবী কিশোর কৃতার্থ চক্রবর্তী, অতনু দত্ত ও প্রত্যয় দত্ত। গত ২৭ আগস্ট বর্ণাঢ্য ফাইনালে শ্রীমঙ্গল উপজেলা দল বড়লেখা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অলিম্পিয়াড এর ফাইনাল উপলক্ষে একটি ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক, বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, পুলিশ সুপার, মৌলভীবাজার ফারুক আহমদ, পিপিএম (বার), অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ প্রফেসর ড. মো: ফজলুল আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু অলিম্পিয়াড এর উদ্যোক্তা ও পরিকল্পনাকারী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী অফিসার নজরুল ইসলাম ৩ জন মেধাবী প্রতিযোগীকে অভিনন্দন জানান। তিনি বলেন, মেধাবী প্রতিযোগীরা পুরো টুর্নামেন্ট জুড়ে অত্যন্ত মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চ্যাম্পিয়ন হয়ে শ্রীমঙ্গল উপজেলার মুখ উজ্জ্বল করেছে। এছাড়া সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ, প্রতিযোগীদের অভিভাবকবৃন্দ, ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শুভানুধ্যায়ীকে ধন্যবাদ জানানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।