বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০হাজার মিটার বস্তাজাল উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ১২:০৯ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে আনুমানিক ২মেট্রিক টন বা ৫০ হাজার মিটার জাল(বস্তা জাল) উদ্ধার করে জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত বালাগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে, সদর ইউপির করচার বিল তথা হাসামপুর ব্রিজ সংলগ্নে, মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইনে এক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত বস্তা জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)পলাশ মন্ডল।
এ সময় বালাগঞ্জ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন অফিসার রাজিব সরদার, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী সহ বালাগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানে উদ্ধারকৃত জব্দ জাল উপজেলার মাঠে জনসম্মুখে পুঁড়িয়ে তা বিনষ্ট করা হয়।
বালাগঞ্জ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক বলেন, কিছু অসাধু লোক রাতের আধারে জাল ফেলে ভোররাতের আগে জাল তুলে মাছ ধরে নিয়ে যায়। বহুদিনের প্রচেষ্টার পর আকষ্মিক অভিযানে বস্তাজাল উদ্ধার করা হয়। এই অভিযানের ফলে করচার বিলের লক্ষ পোনা মাছ ও ছোট মাছ রক্ষা পেল। বিল নার্সারির মাধ্যমে লক্ষ লক্ষ পোনা মাছ উদ্ধার হলে অল্পসময়ে এগুলা বড় হবে, প্রাণিজ আমিষের অভাব পূরণ হবে এবং এলাকাবাসী সেটি কিনে খেতে পারবে। ছোট মাছ ও পোনা মাছ রক্ষার্থে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।