ছাতকে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২০, ৭:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ছাতকের পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ আবাসিক এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গত রোববার রাতে একটি পক্ষ মামলা দায়েরের পর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন প্রতিপক্ষের এক নারী। বুধবার (২৬ আগষ্ট) রাতে চরেরবন্দ এলাকার মৃত শাহ আলমের স্ত্রী মেরাজুন নেছা বাদী হয়ে ১১ জনকে আসামী করে পাল্টা মামলা দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়েরের পর গ্রেপ্তার আতংকে অনেকেই নিজেদের বাড়ী-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। চরেরবন্দ এলাকায় এখন অনেকটা সুনসান নীরবতা লক্ষ্য করা গেছে। ওই এলাকার পুরুষের পাশাপাশি অনেক নারীও এলাকা ছেড়ে নিরাপদ দুরত্বে চলে গেছেন।
গত রোববার সন্ধ্যায় চরেরবন্দ আবাসিক এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় চরেরবন্দ এলাকার মংলা মিয়া বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাজুল ইসলাম, শুকুরমিয়া ও তার পূত্র রায়হান মিয়াকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ পিতা-পুত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠায় পুলিশ।