শামসুদ্দিন হাসপাতালে করোনায় বিয়ানীবাজারের কিশোরীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২০, ৬:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বুধবার (২৬ আগস্ট) নতুন করে আরও ১০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৫০ জন।
এদিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুশরা বেগম নামের ওই কিশোর বিয়ানীবাজার উপজেলার চারখাই পইল গ্রামের মুহিবুর রহমানের কন্যা। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে বুধবার সকালে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হলে দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় কিশোরী মারা যান। বিয়ানীবাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইশহাক আজাদ জানান, স্বাস্থবিধি অনুযায়ী তার নিজ গ্রামের বাড়িতে দাফন কার্য সম্পন্ন করেছে উপজেলা স্বেচ্ছাসেবী দল। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের প্রাণহানি হয়েছে।