জগন্নাথপুরে এক রাতে কৃষকের ৬টি গরু চুরি, নিঃস্ব হয়ে নির্ঘুম রাত যাপন
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২০, ৫:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সনুয়াখাই গ্রাম থেকে এক রাতে কৃষকের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুকুর আলী নামের ওই কৃষক গরু চুরি হওয়ায় নিঃস্ব হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। গরু উদ্ধারে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকেলে জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখায়াত হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চোর তালা ভেঙে কৃষকের গোয়ালঘর থেকে সবগুলো গরু চুরি করে নিয়ে গেছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। চোর ধরে কৃষকের গরু উদ্ধারে আমরা কাজ করছি।’
কৃষক শুকুর আলী বলেন, ‘প্রতিদিনের মতো গত রবিবার রাতে বসতঘরের পাশের গোয়ালঘরে ৬টি গরু তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তালা ভাঙা আর আমার ৬টি গরু নেই।’
তিনি বলেন, এই ৬টি গরুই আমার সম্বল ছিল। সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে পুলিশের শরণাপন্ন হয়েছি।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘কৃষকের গরু চুরির খবর পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।’