টিলাগড় থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২০, ২:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরের টিলাগড় থেকে ৫০পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বাবুল মিয়াকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এরআগে বুধবার (২৬ আগস্ট) রাতে শাহপরাণ থানার এসআই রিপটন পুরকায়স্থ টিলাগড় এলাকার রাজপাড়া থেকে তাকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী জানান, বাবুল মিয়া কোতোয়ালি থানাধীন লালদিঘীরপাড় এলাকার ৩৭ নং বাসার মৃত আলী আকবরের ছেলে। বর্তমানে তিনি শাহপরাণ থানাধীন মেজরটিলা এলাকার ফাল্গুনী আ/এ, কুটু মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।