সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২০, ১১:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলাল মিয়া (২০) নামে এক ট্রলার চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাবনা পয়েন্ট সংলগ্ন আলেক এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট মোদেরগাঁওয়ের নেয়ামত আলীর ছেলে।
পুলিশ জানায়, সুরমা নদী পথে ইঞ্জিন নৌকার চালক হেলাল মিয়া পাথরবাহী ট্রলার নিয়ে সকালে আলেক এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে ডিজেল কিনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।