সুরমানিউজে সংবাদ প্রকাশ: ৩০ বছরের অবহেলিত সড়ক পরিদর্শনে সাংসদ
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২০, ৯:৪২ অপরাহ্ণ
খাদিজা জাহান/জাগির হোসেন, বালাগঞ্জ:
সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার খালের মুখ-তালতলা কাচা ১ কি:মি: সড়ক নিয়ে সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশের পর সংস্কারের জন্যে পরিদর্শনে আসেন সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান।
আজ বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টায় রাস্তাটি প্রকৌশলী নিয়ে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কালাম আজাদ, মো. জিল্লুর রহমান জিলু, এস.এম হেলাল ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুল হক, পল্লী চিকিৎসক তখলিছ আলী, স্থানীয় উছমানপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‘‘বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার মধ্যবর্তী ১কিলোমিটার রাস্তার কাজ হয়নি ৩০বছরেও!’’ শিরোনামে ২৪ আগস্ট সংবাদ প্রকাশ করে সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকম। সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তাছাড়া রাস্তাটি পরিদর্শনে আসবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছিলেন এমপি মোকাব্বির খান।
এদিকে আজ পল্লী চিকিৎসক তখলিছ আলী এলাকাবাসীর পক্ষে এমপি’র উপস্থিতির জন্যে কৃতজ্ঞতা জানিয়ে রাস্তাটি সংস্কার কাজ দ্রুত শুরু করার আবেদন জানান।
সড়কটি পরিদর্শনকালে এলাকাবাসীদের উদ্দেশ্যে মাননীয় সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। জনগণের পাশে দাঁড়াতে পারলে এটাই সার্থকতা। আপনাদের দুর্ভোগের কথা তুলে ধরেছেন এজন্যে আমি নিজেই প্রকৌশলী নিয়ে সড়কটি দেখতে আসলাম। এ অবহেলিত সড়কটির সংস্কার কাজ আমি অগ্রাধিকার ভিত্তিতে নিচ্ছি। দ্রুত সমস্যাটির সমাধান হবে।