বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার শোক
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২০, ৭:০১ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৪নং সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত (সিআর দত্ত)’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সিআর দত্ত ছিলেন জাতির সূর্যসন্তান। দেশের জন্য তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শোক জ্ঞাপনকারীরা হলেন সংগঠনের সভাপতি দেবাশিষ পুরকায়স্থ, সহ সভাপতি অমলেন্দু দে, রবীন্দ্র চক্রবর্তী রাঘব ও জগদীশ দাস, সাধারণ সম্পাদক কেতকি রঞ্জন দাস, সহ সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বিষু রঞ্জন দে ও দীপ্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুভাষ পুরকায়স্থ, খোকন পুরকায়স্থ, সন্তুষ রায়, রঞ্জিত পুরকায়স্থ, নিরেন্দ্র দাস মাস্টার, রঞ্জিত দাস ঝুনু, গৌর কিশোর দাস, রাজীব দেবনাথ ও রাজন দাস।