বিয়ানীবাজারে করোনায় দুই দিনে ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে করোনায় দুই দিনে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার তারা মারা যান। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন।
আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৭ বছর বয়সী বুশরা বেগম। দুপুর ১২টায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়।কিশোরী বুশরা বেগম চারখাই পইলগ্রামের মুহিবুর রহমান ময়ুরের কন্যা।
জানা গেছে, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার করোনা পরীক্ষা ফলাফল পজেটিভ আসে। আজ সকালে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।
এর আগে গতকাল মঙ্গলবার মারা যান করোনা আক্রান্ত বিলাতুন নেসা (৬০)। তিনি কসবা বাঘেরটিলা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐদিন রাতে স্বাস্থ্যবিধি মেনে মরহুমার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বিলাতুন নেসার শরীরের গত ৬ আগস্ট করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।