সিলেটে ছিনতাইকালে পুলিশের হাতে আটক ২
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২০, ৮:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত দেড়টার দিকে ওই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ধারালো ছোরা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে সুনামগঞ্জ থানা ও ছাতক থানায় মামলা আছে দুটি এবং এসএমপির বিমানবন্দর থানায় একটি মামলা রয়েছে।
আটককৃতরা হলেন- কোতোয়ালী থানাধীন তোপখানার আব্দুল করিম সাকিব হীরা (৪২) এবং শাহপরান থানাধীন সিরাজনগরের (বাহুবল) ইমান আলী মামুন মিয়া (৩০)। আব্দুল করিম বর্তমানে খাদিমপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ধোপাদিঘীরপাড় অনুরাগ হোটেলের পূর্বপাশে রাস্তার উপর জনৈক মো. রুবেল (৩৫) সোমবার রাত দেড়টার দিকে ছোরার ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন আব্দুল করিম ও ইমান আলী। তারা সিএনজি অটোরিকশাযোগে ছিনতাই করতে বের হয়েছিলেন। ওই সময় স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া দিয়ে তাদেরকে আটক করেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ কয়েকজন পুলিশ সদস্য।
পরে মো. রুবেল বাদী হয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) আটককৃতদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।