সুনামগঞ্জে উন্নয়ন বঞ্চিত সড়কের বেহালদশা : দুর্ভোগ দেখার কেউ নেই
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২০, ৬:০৯ অপরাহ্ণ
দোয়ারাবাজার সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সবকয়টি রাস্তাই অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নয়নে ছোয়া লাগেনি যুগের পর যুগ। তারমধ্যে অন্যতম ভুজনা সড়ক। দোয়ারাবাজার উপজেলার প্রাচীনতম ভুজনা গ্রাম হলেও যুগযুগ ধরে অবহেলিত এই ভুজনা দোয়ারাবাজার সড়কটি উন্নয়ন বঞ্চিত রয়েই গেছে। কাঁদা জল নিত্যদিনের সঙ্গী।
বছরের অধিকাংশ সময় জুড়ে ভুজনা সড়কে কাঁদা লেগেই থাকে। বর্ষা মৌসুমের ৬ মাস ওই সড়কে কাঁদা আর পানি অতিক্রম করে এলাকাবাসী চলাচল করতে হয়। বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা ও মসজিদগামী শিক্ষার্থীদের কাঁদার মধ্যে অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়। তাদের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই। উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রাম থেকে বের হলেই উপজেলা সদর। এই সড়ক দিয়ে প্রতিদিন ৮টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা হলেও নির্মাণ বা পাকা করণের নেই কোন উদ্যোগ।
সুবিধা বঞ্চিত গ্রামগুলো হল ভুজনা, উমরপুর, কালিকাপুর, কান্দিগাঁও, কদমতলি, নন্দিগ্রাম, নুরপুর, সোনাপুর। স্কুল কলেজ অফিস আদালত হাট বাজার যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম ভুজনা দোয়ারাবাজার সড়ক। এলাকাবাসী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের অবকাঠামো উন্নয়ন হলেও এ এলাকা রয়েছে অনেক পিছিয়ে। রাস্তা না থাকার কারনে অনেক রোগী মেডিকেলে যাওয়ার পথে মৃত্যু হয়। গর্ভবর্তী মহিলাদের হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়। এলাকাবাসী দোয়ারাবাজার ভুজনা সড়কটি দ্রুত মেরামত ও রাস্তাটি সংস্কারসহ পাকাকরণের দাবি জানান।
ভুজনা গ্রামের মোহাম্মদ আলী লিল মিয়া বলেন, আমাদের দুর্ভাগ্য এই এলাকায় কোন নেতা নেই, ঘর থেকে বের হয়ে জুতা পায়ে হাট-বাজারে যাওয়ার মত নয়। বছরের ৬ মাস কাঁদা জল থাকে সড়কে। বন্যার পানিতে সড়কের মাটি চলে গিয়ে অসংখ্য গর্তে পরিনত হয়েছে ভুজনা সড়কের প্রায় ২ কিলোমিটার। তাই ছাতক দোয়ারা সুনামগঞ্জ-৫ আসনের সংসদ মুহিবুর রহমান মানিক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রত সময়ে ভুজনা রাস্তাটি পাকা করণের জন্য।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুর রহিম নেয়ামত বলেন, ভুজনা, কালিকাপুর নুরপুর রাস্তা এটা সময়ের দাবি বলে আমি মনে করি। ইউনিয়ন পরিষদে বরাদ্দ নেই রাস্তা করার মতো। তবে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়কে রাস্তার কথা বলা হয়েছে তিনি বরাদ্দ দিলেই কাজ হবে বলে আমি আশা করি।