গোলাপগঞ্জে র্যাবের অভিযানে দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২০, ৫:৩১ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর থেকে ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী লায়েন মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে র্যাপিট একশ্যান ব্যাটেলিয়ন (র্যাব)।
গত সোমবার (২৪ আগস্ট) র্যাব-৯ গোলাপগঞ্জের ভাদেশ্বরে অভিযান চালিয়ে লায়েনকে গ্রেফতার করা হয়। আটককৃত লায়েন মিয়া ভাদেশ^র ইউনিয়নের মাসুরা গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, গত শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) এর আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েম এবং অপারেশন অফিসার সিনিয়র এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক আসামী লায়েন মিয়াকে গ্রেফতারের পর গোলাপগঞ্জ মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।