সিলেটে থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, যুবক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২০, ৬:৫৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট থেকে অপহৃত কিশোরীকে জালালাবাদ থানা পুলিশ ঢাকার সূত্রাপুর থেকে উদ্ধার করেছে। রোববার (২৩ আগস্ট) ঢাকা ডিএমপি’র সূত্রাপুর থানা পুলিশের সহযোগিতায় জালালাবাদ থানা পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এসময় পুলিশ ইমরান মিলকি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানাধীন আব্দুল্লাহপুর এলাকার মনির হোসেন বাদল মিলকির ছেলে।
সোমবার (২৪ আগস্ট) জালালাবাদ থানা পুলিশ গ্রেপ্তারকৃত মিলকিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ। তিনি জানান, পুলিশ গ্রেপ্তারকৃত অপহরণকারী মিলকিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।