গোলাপগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২০, ৪:৩৯ অপরাহ্ণ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জের বাঘা থেকে ৩৬ বোতল ফেন্সিডিল ও ৯৬ পিস ইয়াবাসহ মউজ উদ্দিনকে (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড একশ্যান ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার রাতে বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মউজ উদ্দিন এখলাছপুর এলাকার মৃত মকবুল আলীর ছেলে।
জানা যায়, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) অপারেশন অফিসার সিনিয়র এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের এখলাছপুর এলাকায় অভিযান চালায়।
এসময় ৩৬ বোতল ফেন্সিডিল ও ৯৬ পিস ইয়াবা সহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মউজ উদ্দিনকে আটক করে। এ ঘটনায় র্যাপিড বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে এবং আটককৃত আসামীকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।