সিলেটে গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২০, ২:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীণ ক্বিন ব্রিজের দক্ষিণ থেকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শাকিল দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার মুক্তার মিয়ার কলোনিতে বসবাস করে আসছে।
এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।