নগরীর মজুমদারি থেকে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২০, ২:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর মজুমদারি থেকে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের নাম সানন্দা মল্লিক (৩০)। তিনি সিলেট মহানগর পুলিশের(এসএমপি) দক্ষিণ সুরমা থানার কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিশ কনস্টেবল বাসুদেব মল্লিক ও সানন্দা মল্লিকের ১০ বছর ও ৩ বছরের দুটি মেয়ে রয়েছে। ২ মেয়ে নিয়ে স্বামী স্ত্রী বিমানবন্দর থানাধীন মজুমদারী এলাকায় বসবাস করে আসছেন। রোববার ভোরে কোন একসময় সানন্দা পরিবারের সবার অগোচরে বাসার ড্রইং রুমে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
বিমানবন্ধন থানার ওসি এস এম শাহাদত হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে সানন্দা মানসিক রোগী ছিলেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ভোরের দিকে বিছানায় সানন্দাকে না পেয়ে তার স্বামী বসত ঘরের অন্যান্য রুমে তার খোঁজ করতে থাকেন। এ সময় ড্রইং রুমের ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।