স্টুডেন্টস কেয়ার’র সাহিত্য আড্ডা
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২০, ১:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
জগন্নাথপুরের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ আগস্ট) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক কবি সরকার আমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি শাহেদ কায়েস ও কথা সাহিত্যিক স্বকৃত নোমান।
স্টুডেন্টস কেয়ার এর জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা এম শামীম আহমদের পরিচালনায় ও কার্যকরী পরিষদের সভাপতি মাসুম আহমদের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় প্রধান আলোচক কবি সরকার আমিন বলেন, ‘হাওর অঞ্চলে সাহিত্য আড্ডা বা সাহিত্যকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা তোমরা শুরু করেছ তা অবশ্যই প্রশংসার দাবিদার। সবসময় নিজেদেরকে শুদ্ধ সাহিত্য চর্চার মধ্যে মগ্ন রাখবে।’
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের প্রতিষ্ঠাতা এম শামীম আহমেদ বলেন, ‘বাংলা সাহিত্য জগতের গুণীজনের কথা ও আলোচনা শুনে আমরা আনন্দিত ও গর্বিত। আমাদের আমন্ত্রণে সাহিত্য আড্ডায় অতিথিরা অংশ নেওয়ায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আয়োজনে বিশেষ ভূমিকা রাখায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সাহিত্য অনুরাগী মুক্তাদির আহমদ মুক্তার প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মাছুম মিয়া বলেন, ‘সাহিত্য আড্ডার ধারাবাহিকতা রক্ষায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।