বালাগঞ্জে মাছের মিশ্রচাষ ও উত্তম মৎস্যচাষ, নিরাপদ খাবার বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ১১:৩৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে পৃথক পৃথকভাবে ২০১৯-২০২০ আর্থিক সালের রাজস্ব বাজেটের আওতায় কার্প মাছের সাথে শিং, মাগুর ও কৈ মাছের মিশ্র চাষ এবং গুড এ্যাকুয়াকালচার প্র্যাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
রবিবার (২৩ আগষ্ট) বালাগঞ্জ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক ও জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ উপস্থিতিতে চাষীদের প্রশিক্ষণ কার্যক্রমে তিনি বলেন, স্বাস্থ্যকর মাছ তৈরী করতে হবে। ভাল পুকুর তৈরী করতে হবে। প্রাকৃতিক খাবার বেশী বেশী উৎপাদনের ব্যবস্থা করতে হবে এবং মৎস্য দপ্তরের পরামর্শ নিতে হবে। মাছের বাজারি খাবার পরিবেশন করার সময় উন্নত ও মেয়াদি খাবার কিনতে হবে এরকম নানান বিষয়ে পরামর্শ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জাগির হোসেন, বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী ও লীফবৃন্দ।