ওসমানীর ল্যাবে আরও ২৬ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ১০:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট বিভাগে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রবিবার (২৩ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এ কর্মকর্তা জানান, রবিবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৮ জন, মৌলভীবাজারের ৬ জন ও সুনামগঞ্জের দুইজন রয়েছেন। শনাক্তদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।