মেয়র আরিফের বিরুদ্ধে সড়কে মানববন্ধনে হিজড়ারা
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৮:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর দুর্ব্যবহারের প্রতিবাদে নগরীর সড়কে দাঁড়িয়েছে হিজড়া জনগোষ্ঠী। রোববার বিকেল সাড়ে ৩টায় রিকাবীবাজারে স্টেডিয়াম মার্কেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে সিলেট হিজড়া কল্যাণ সংস্থা, নারী উদ্যোগ কল্যাণ সমিতি ও সিলেট হিজড়া বাউল সংগঠন।
এতে হিজড়া জনগোষ্ঠী নেতারা বলেন, গত বৃহস্পতিবার হিজড়াদের একটি চটপটির দোকান ভাঙচুর করেন মেয়র আরিফুল হক চৌধুরী। ওই সময় এক হিজড়াকে মারধরও করেন তিনি। সমাজের অবহেলিত সম্প্রদায়ের লোকদের প্রতি এটি গর্হিত কাজ বলে জানান তারা। এ সময় করোনাকালে ক্ষতিগ্রস্ত হিজড়াদের কর্মসংস্থান সৃষ্টির দাবিও জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন, মিজান মিয়া, কমলা বেগম, তুষার, পায়েল, নিলীমা, হাসি, ময়ুরী, রুমা, শুভ, মোস্তফা, সাদ্দাম প্রমুখ।