দীর্ঘ ৪ মাস পর প্রবাস থেকে দেশে ফিরলো সিলেটী যুবকের লাশ
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৮:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ :
দীর্ঘ ৩ মাস ২১ দিনের প্রতীক্ষার পর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা মেধাবী ছাত্র কামনাশীষ চন্দ তন্ময়ের মরদেহ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ রবিবার (২৩ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
মাল্টায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফলে তন্ময়ের মরদেহ দেশে এসেছে বলে জানান তন্ময়ের বড় চাচা জিতেন কুমার চন্দ।
পরে শাহজালাল বিমানবন্দর থেকে সকাল ৭টায় রওয়ানা দিয়ে বেলা সোয়া ১টায় তন্ময়ের মরদেহ তার জন্মস্থান ফেঞ্চুগঞ্জে এসে পৌঁছায়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তন্ময়কে শেষবার একনজর দেখতে এলাকার ছোট-বড় সবাই তার কফিন ঘিরে ভীড় করেন। হিন্দু-মুসলিম সবাই এতে সহযোহিতা করেন।
তন্ময়ের মরদেহ গাড়ি থেকে নামিয়ে তার ঘরের উঠানে রেখে হিন্দু ধর্মীয় রীতি অনুসারে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু ঐক্য পরিষদের সভাপতি ঋষিকেষ দেব রন্টু, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি রাজু আহমেদ রাজা, ব্যবসায়ী চম্পু দত্ত, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক আব্দুল বারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে বেলা আড়াইটার দিকে সৎকারের জন্য মরদেহ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়।