সমাজসেবক এইচ এম আব্দুর রহমান’র অপারেশন সফল, সুস্থতার জন্য দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৭:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নগরীর কুদরত উল্লাহ মার্কেটের রহমানিয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক এইচ এম আব্দুর রহমানের পিত্তথলীর পাথর অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। ২৩ আগস্ট রবিবার সকালে অপারেশন ব্যান্ডেজ খোলা হয়েছে। এতে অপারেশনোত্তর কোনো প্রকার বিঘ্নের আশংকা দেখা যাচ্ছে না।
বর্তমানে তিনি নগরীর দক্ষিণ সুরমার কদমতলীর দরিয়া শাহ মাজার রোডের বাসায় বিশ্রামে রয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিজ বাসায় পূর্ণ বিশ্রামে থাকার কথা রয়েছে।
এইচ এম আব্দুর রহমান দ্রুত সুস্থ হয়ে উঠতে সুহৃদ, শুভাকাঙ্ক্ষী সহ সকলের আন্তরিক দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট শনিবার জালালাবাদ ক্লিনিকে ডাক্তার সায়েক আজিজ চৌধুরীর তত্ত্বাবধানে অপারেশন সম্পন্ন করা হয়। বিজ্ঞপ্তি