কণ্ঠশিল্পী এস আই টুটুল করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক এস আই টুটুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফেসুবকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই করোনা পজেটিভ হওয়ার খবর জানিয়েছেন।
এস আই টুটুল তার ভেরিফাইয়েড ফেসবুক পেজে লেখেন, তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশন এ আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা? সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও।
এস আই টুটুল আরও লেখেন, তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিন।