নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাগরদিঘিরপাড়স্থ মনিপুরি শশ্মানঘাটের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে।আটক ব্যক্তি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগারগাঁও গ্রামের বাসিন্দা মৃত আখলু মিয়ার ছেলে সুরুজ আলী (৪৮)।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের টহলরত টিম সুরুজ আলীকে আটক করে। অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই (নি.) সৌমেন দাস, এএসআই(নি.) মুহিবুর রহমান।
মাদক ব্যবসায়ী সুরুজ আলীকে আসামি করে এসআই(নি.) সৌমেন দাস কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।