জগন্নাথপুরে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২০, ১১:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছে। শনিবার (২২ আগষ্ট) এঘটনাটি ঘটেছে পৌরএলাকার পশ্চিম ভবানীপুরে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ করে একটি শিয়াল এলাকায় ঢুকে নিশি দাস (৭০)কে কামড়াতে থাকে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে শিয়ালকে ধাওয়া করেন। এসময় শিয়ালের কামড়ে শিশু প্রকাশ দাস (৫), বৃদ্ধ নিশি দাস (৭০), মোহাম্মদ নাঈম (১৬), জুবেদা বেগম (১৫).বরিউল আলম (১২), সুমি দাস (৬) ও সুপ্রতি রানী (৩০) আহত হন।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দ্বিপক গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।