ওসমানীর ল্যাবে নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২০, ১০:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট বিভাগে আরও ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার (২২ আহস্ট) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এ কর্মকর্তা জানান, শনিবার হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১০ জন, মৌলভীবাজারের ২৩ জন ও সুনামগঞ্জের একজন ও হবিগঞ্জ জেলার দুইজন রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩১০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯১৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৪৩৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৩৬০ জন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৭৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১২৬ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ এবং মৌলভীবাজার জেলায় ১৯ জন।
আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৮৯৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৭১৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৪৮ জন, হবিগঞ্জে ৯৩০ জন ও মৌলভীবাজার জেলায় ৮০২ জন।
করোনা আক্রান্ত ১৪৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট জেলায় ৭০ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং মৌলভীবাজারে ২৩ জন।