সিকন্দরপুর হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২০, ৭:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের অন্তর্গত সিকন্দরপুর হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম উপদেষ্টা আমেরিকা প্রবাসী মোঃ ফখর উদ্দিন এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ২১ আগস্ট শুক্রবার বিকালে সোসাইটির স্থায়ী কার্যালয় হাজারী বাড়িতে অনুষ্ঠিত হয়।
হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির বর্তমান সভাপতি মোঃ খলিল উদ্দিন এর সভাপতিত্বে কয়েছ আহমদ এর পরিচালনায় সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সোসাইটির সম্মানিত উপদেষ্টা আমেরিকা প্রবাসী মোঃ ফখর উদ্দিন।
সোসাইটির বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার আখলাকুল মৌলা বাহার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুস ছত্তার লয়লু, আল মাহমুদ বিলাল, মিফতাউজ্জামান, সাকী হাজারী, মস্তাক আহমদ, আহবাব হোসেন বাচ্চু , জসীম উদ্দিন, হাসান হাজারী, রুহুল আমীন, বদর উদ্দিন, ছালিম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন তেলাওয়াত করেন হাফিজ তৌফিকুজ্জামান জামি।
পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন মুরব্বিয়ান সকল সদস্যবৃন্দ।
সংবর্ধনার জবাবে ফখর উদ্দিন বলেন হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সমাজের অসহায় হত দরিদ্রদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যা সত্যি প্রশংসনীয়। আমরা প্রবাসে থাকলেও এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ সোসাইটির মাধ্যমে করে যাচ্ছি। মানব সেবামূলক কাজে এ সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে।