সিলেটে বঙ্গবন্ধু মহাসড়কে বালুর স্তুপ, ৩ দিনে ৩ দুর্ঘটনা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ১১:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের খাগাইল পয়েন্ট সংলগ্ন স্থানে রাস্তার অর্ধেক জুড়ে রাখা হয়েছে বালুর স্তুপ। মহাসড়কের এক সাইড জুড়ে বালুর স্তুপ থাকায় এই স্থানে ৩ দিনে ৩টি দুর্ঘটনা ঘটেছে। সপ্তাহ পেরিয়ে গেলেও বালু সরাতে রাজি নয় বালুর মালিক।
বুধবার রাতে সিএনজি করে খাগাইল বাজার থেকে বাড়ি আসার পথে গৌরীনগর গ্রামের মুজিব নামের এক সিএনজি ড্রাইভার দুর্ঘটনার সম্মুখীন হন। এই দুর্ঘটনায় গাড়ির চালক ও দক্ষিণ রণিখাই আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আমির উদ্দিন গুরুতর আহত হন। এদিকে গত সোমবার সাংবাদিক লবীব আহমদ রাতে খাগাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে এরকমই দুর্ঘটনার সম্মুখীন হন। একদিকে সামনে ট্রাক আর অন্যদিকে বালু। এমতাবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। গাড়ির গতি কম থাকায় মোটরসাইকেল আরোহী লবীব ও অন্যজন তেমন আহত হননি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। এখন জানতে পেরেছি।