করোনায় আক্রান্ত হলেন সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ১১:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতায়ালী থানার ওসি সেলিম মিঞা বলেন, ‘উপসর্গ থাকায় গতকাল (বুধবার) নমুনা পরীক্ষা করতে দেই। আজকে ফলাফল পজেটিভ এসেছে।’ বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানান। একই সাথে তিনি সিলেটবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।