আশঙ্কামুক্ত বন ও পরিবেশমন্ত্রী ফিরলেন বাসায়
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৯:৫৪ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় ফিরেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন তিনি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এ তথ্য নিশ্চিত করে বলেন, সর্বশেষ নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। তবে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরে এসেছেন।
তিনি সিএমএইচ’ এ প্রধান চিকিৎসক ডা. বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক, প্রফেসর ডা. বিগ্রেডিয়ার জেনারেল মো. আজিজুল ইসলাম ও ডা. মেজর সাদিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকগণ মন্ত্রী মো: শাহাব উদ্দিনকে আগামী দুই সপ্তাহ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন।
আশঙ্কামুক্ত হয়ে বাসায় ফিরতে পারায় আন্তরিকভাবে চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকগণসহ সংশ্লিষ্ট সকলের প্রতি এবং তাঁর রোগমুক্তির জন্য যারা দোয়া ও আর্শিবাদ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এ কথা জানান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কবীর আহমেদ।