মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৯:৪১ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সদ্য প্রয়াত আজিজুর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের সভাকক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে দোয়া মহফিল ও সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মৃতিচারণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী।
সভা শেষে প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও সদ্য প্রয়াত সদস্য মো. আব্দুল মানিক এর রুহের মাগফিতার কামনায় মিলাদ ও দোয়া করা হয়েছে।