সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৮:৪৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুজ মিয়া (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের মো. রইছ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত সুরুজ মিয়া মসজিদের ছাদের উপরে বিদ্যুতের তারে কাজ করছিল। অসাবধানতাবশত বিদ্যুতের তারের স্পর্শে সুরুজ মিয়া ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার এসআই মো. ইয়াছিন মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।