সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৭:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের গোয়াইনঘাট থানাধীন বগাইয়া এলাকায় অভিযান মাদক ব্যবসায়ী এমরানকে (৪৫) গ্রেফতার করেছে। এমরান গোয়াইনঘাটের বগাইয়া এলাকার মৃত মোক্তাদের আলীর ছেলে। এসময় র্যাব তার কাছ থেকে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য ৯ লাখ ৬৯ হাজার টাকা বলে জানায় র্যাব।
বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এরআগে বুধবার রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার ল্যাফটেন্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ হাসানসহ র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।