ভৈরবে ডাকাতির শিকার সিলেটের ব্যবসায়ী, সাড়ে ৩ লাখ টাকা লুট
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৫:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
গরু আনার জন্য বুধবার (২০ আগস্ট) রাতে পিকআপ নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন সিলেটের ব্যবসায়ী ইকবাল হোসেন। বৃহস্পতিবার ভোরের দিকে কিশোরগঞ্জের ভৈরবে ৮/১০ জনের ডাকাত দল তাদের পিকআপটির গতিরোধ করে। এসময় ইকবাল হোসেনকে মারধর করে তার সাথে থাকা সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
মারধরে আহত ইকবাল হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার বাসা সিলেটের জিন্দাবাজার এলাকায়।
ডাকা্তির খবর পেয়ে সিলেট থেকে ঘটনাস্থলে ছুটে গেছেন ইকবাল হোসেনের ব্যবসায়ীক পার্টনার মাহফুজুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ভৈরব সেতুর পাশেই ডাকাতির ঘটনা ঘটে। আমরা এখন মা্মলা করার জন্য ভেরব থানায় আছি।
এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বলেন, এরকম একটি ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।