বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৫:৪৬ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বীরমুক্তিযোদ্ধা মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের কবর জিয়ারত করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সিলেট থেকে সড়ক পথে ঢাকা যাবার সময় মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে সাবেক গণপরিষদ সদস্য ও সংসদ সদস্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত করোনায় আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত আজিজুর রহমানের কবর জিয়ারত করেন।
সে সময় আজিজুর রহমানের ছোট ভাই সাবেক মুক্তিযোদ্ধা জেলা কামান্ডার মোঃ জামাল উদ্দিন, পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেশনা বিষায়ক সম্পাদক সজিব আহসানসহ পরিবারের সদস্য ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেন, আজিজুর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা, নির্লোভ ও সৎ রাজনীতিবিদ। তাঁর এই শূন্যতা পূরন হওয়ার নয়। আজিজুর রহমানকে অনুসরন করতে দলীয় রাজনীতি করতে তিনি দলীয় নেতাকর্মীদের আহবান জানান।