কানাইঘাটে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ইউএনও বরাবরে অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৫:৪২ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট পৌরসভার ৩ নং ওর্য়াডের কাউন্সিলর বিলাল আহমদের বিরুদ্ধে টি-আর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বুধবার এলাকাবাসীর পক্ষে নজরুল ইসলাম, আব্দুল মুতলিব, নুরুল হক, এখলাছুর রহমান ও রুহুল আমিন স্বাক্ষরিত এ অভিযোগ খানা দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে পৌরসভার ৩নং ওর্য়াডের নন্দিরাই মাঝের রাস্তা মাটি ভবাটের জন্য এলাকার লোকজন পৌরসভার মেয়র ও স্থানীয় কাউন্সিলরের শরানাপন্ন হন। তখন মেয়র ও স্থানীয় কাউন্সিলর তাদের বলেন গ্রামবাসী মিলে মাটি ভরাটের কাজ করতে পারলে পৌর পরিষদের পক্ষ থেকে রাস্তা পাকা করে দেওয়া হবে। সেই আশ^াসে গ্রামবাসী মিলে গত অর্থ বছরে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে মাটি ভরাটের কাজ করেন। এতে পৌরসভার মেয়র ও কাউন্সিলর তারাও গ্রামবাসীর সাথে উক্ত মাটি ভরাটের কাজে অর্থিক ভাবে সহযোগীতা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
কিন্তু পরবর্তীতে অভিযোগকারীরা জানতে পারেন যে উক্ত রাস্তার মাটি ভরাটের কাজ দেখিয়ে টি-আর প্রকল্প হতে স্থানীয় পৌর কাউন্সিলর বিলাল আহমদ ১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করেছেন।
এ ব্যাপারে পৌর কাউন্সিলর বিলাল আহমদ জানান তার প্রিয় ৩নং ওর্য়াডকে যেখানে মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সেখানে টাকা আত্মসাতের প্রশ্নই আসে না। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে জানিয়েছেন।