সিলেট থেকে মাদরাসা ছাত্র নিখোঁজ, সন্ধান কামনা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৫:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরী থেকে ৩ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ মো. আবির হোসেন (১৫) নগরীর নয়াসড়কস্থ মিরবক্সটুলার নুরানী ইসলামিয়া দাখিল মাদরাসার ৩য় শ্রেণির ছাত্র।
জানা যায়, ১৬ আগস্ট, রবিবার নগরীর নয়াসড়কস্থ শাহচাঁন গাজী রোড থেকে খেলার উদ্দেশ্যে বের হলে আর বাসায় ফিরে আসেনি।
সম্ভাব্য সকল জায়গায় খোজ নিলেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। পরে ছেলেকে না পেয়ে নিখোঁজ আবির হোসেনের পিতা গোলাম সাদেক ১৯ আগস্ট সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী (নং ১২৭৮) করেন।
হারিয়ে যাওয়ার সময় আবির হোসেনের পরনে ছিল বাদামী চেক শার্ট ও জিন্স প্যান্ট। গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ফুট ২ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, শরীরের গঠন মিডিয়াম। সে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে।
যদি কেউ সুহৃদ ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই নাম্বারে ০১৭০৫ ৮১৬২৫০, ০১৭৯৫ ৪২৩০৪৬ অথবা স্থানীয় থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন নিখোঁজ ছাত্রের পিতা গোলাম সাদেক।