ভোটের সময় সরব, সারাবছর নীরব সুনামগঞ্জ বিএনপি
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৩:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জে ভোটের সময় সরব থাকলেও সারাবছর নীরব থাকে বিএনপি। পাহাড়ি ঢল, ভারী বর্ষণ আর হাওরের জোয়ার-ভাটায় এখানকার ঘরবাড়ি-ফসলি জমি যেমন ভাসে-ডোবে, তেমনি রাজনীতিতে মাঝেমধ্যে জেগে ওঠেন দলটির নেতা-কর্মীরা। কাগজ-কলমে কমিটি থাকলেও জেলায় কোনো সক্রিয়তায় নেই বিএনপি।
হাওরবেষ্টিত এ অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলগুলোকে দেখা গেলেও বিএনপি একেবারেই নিষ্ক্রিয়। দলটির জেলার নেতা-কর্মীরা যেন লাপাত্তা।
তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের বাসিন্দা নূর জাহান বলেন, বিএনপি আমাদের পাশে থাকে না। ভারী বর্ষণ আর বন্যায় সবকিছু যেমন ডুবে যায়, তেমনি দলটির নেতা-কর্মীরাও ডুবে যায়। তবে ঠিকই আবার ভোটের সময় হাজির হবে। আবার ভোট শেষে উধাও হয়ে যাবে। এটাই এখানকার বিএনপির রাজনীতি।
একই এলাকার প্রবীণ শিক্ষক আব্দুল আলীম বলেন, বিএনপি কি এখন আগের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর রাজনীতি করে? তাদের সেসব ক্ষমতা বা সক্ষমতা কি আছে? দলটির এখন আগের মতো কর্মী-সমর্থকও নেই। কারণ একটাই বিএনপি মানুষের পাশে থাকার রাজনীতিতে সক্রিয় নেই। এ কারণে দিনদিন কর্মী-সমর্থক হারাচ্ছে বিএনপি।
জেলা বিএনপির কয়েকজন কর্মী জানান, সংকটকালে তৃণমূলের নেতা-কর্মীদের প্রতিটি দলেরই পাশে দাঁড়াতে হয়। বন্যায় বিএনপির কর্মীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি দল সাধ্যানুযায়ী তাদের নেতা-কর্মীদের পাশে দাঁড়াচ্ছে। বিএনপিরও উচিত ছিলো তৃণমূল কর্মীদের দিকে ফিরে তাকানো। কিন্তু নেতারা তা করেননি।
দীর্ঘ সময় জেলায় পদবঞ্চিত কর্মীদের অনাগ্রহ, তৃণমূলের কর্মীদের দলে সঠিক মূল্যায়ন না পাওয়া, দুঃসময়ে নেতাদের পাশে না পাওয়া, কোন্দল, সাংগঠনিক কার্যক্রম না থাকায় কর্মীরা ঝিমিয়ে পড়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা-কর্মী।
সুনামগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন, নেতা-কর্মীরা চাঙ্গা থাকলে দলও চাঙ্গা থাকে, কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য থাকে। দল যখন সংকটে থাকে তখন তো কিছু করার থাকে না। তবে বিএনপি মানুষের পাশে আগেও ছিল, এখনো আছে। সাধ্যানুযায়ী অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, সবকিছুই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী হয়। কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে কিছু বলা যাবে না।সুত্র-ডেইলি বাংলাদেশ