সুনামগঞ্জে পেশাদার গাজাঁ ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ২:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে গাজাঁসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটক মো. দুলাল মিয়া (৩২), সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা গ্রামের মৃত মো. বাবুল মিয়ার ছেলে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন নারায়নতলা কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তত্র জানায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি আব্দুল্লাহ।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করেছে র্যাব।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে, আসামিকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।