সিলেটে হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত নারীসহ আটক ৭
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ২:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর হোটেল সবুজ বিপণী থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৭ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা এর দিক নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) অভিযান চালিয়ে দুই পুরুষ এবং ৫ নারীকে আটক করা হয়।
আটককৃতরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার নারকিলা এলাকার মনিন্দ্র দাসের ছেলে মুকুল দাস এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাদাপুর এলাকার ফারুক মিয়ার ছেলে মতিন মিয়া। তবে গ্রেপ্তার ৫ নারীর পরিচয় জানায়নি পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা নিশ্চিত করেছেন।