সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুদান
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ১০:৩২ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলা পরিষদের অর্থায়নে বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মূলভবনের সামন ও সিঁড়ি টাইলস বসিয়ে এসএস দিয়ে সিঁড়ির রেলিং করে দেওয়ার জন্য সিলেট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সুষমা সুলতানা রুহী তিরাশি হাজার টাকার চেক প্রদান করেন।
বুধবার (১৯আগষ্ট) সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে (৮৩,০০০/)= তিরাশি হাজার টাকার চেক সিলেট জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহমদ এর উপস্থিতিতে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর’র হস্তে অর্পন হয়।
তুহিন মনসুর বলেন, বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ এই অনুদানের জন্য সিলেট জেলা পরিষদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সমাজ সেবায় নিবেদিত প্রাণ শামীম আহমদ ও তার সহধর্মিনীর সুষমা সুলতানা রুহীর দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনা করি।