সিলেটে ছাত্রলীগের সাবেক সভাপতি নিপুকে আটক করলো র্যাব
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ১২:২৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
চাঁদাবাজি মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে আটক করেছে র্যাব। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টায় শাহপরান এলাকা থেকে নিপুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব-৯ এর গণমাধ্যম শাখা সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
নিপুর বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রসঙ্গত, ২০১১ সালে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মনোনিত হন নিপু। সেই কমিটির সভাপতি পঙ্কজ পুরকায়স্থকে বহিস্কার করা হলে নিপু ভারপ্রাপ্ত সভাপতি হন।পরে ২০১৫ সালে কোর্ট পয়েন্টে সিপিবির জনসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান। এসময় মঞ্চে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকেও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় বহিস্কৃত হন নিপু। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে।
এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২১ নভেম্বর হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করে র্যাব।