কামরানের কবর জিয়ারতে পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২০, ১২:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন।
আজ বুধবার (১৯ আগষ্ট) সকাল ১১টায় মানিক পীর টিলায় কামরানের কবর জিয়ারত করেন তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রীকে আবেগ আপ্লুত দেখায়। এসময় তিনি কামরানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবুল হোসেন সহ আওয়ামী লীগ ও প্রশাসনিক নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০টায় মন্ত্রী সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উদ্বোধন করেন।