লন্ডনে সম্ভাবনাময় ক্ষুদে ফুটবলার সিলেটের মাহির
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২০, ১১:৪২ পূর্বাহ্ণ
আশফাক জুনেদ:
লন্ডনে সম্ভাবনায় ফুটবলার হিসাবে বেশ পরিচিতি লাভ করেছে সিলেটের কিশোর মাহির। তার পায়ের চমৎকার ফুটবল নৈপুণ্য ইতোমধ্যে নজর কেড়েছে ক্লাব ফুটবলের। সে লন্ডনের নেক্সটলি প্রাইমারি স্কুলের ফুটবল ক্লাবের সদস্য হয়ে খেলছে। পুরো মাঠ দৌড়ে খেলার দারুণ ক্ষমতা রয়েছে কিশোর মাহিরের ভিতর। অসাধারণ ড্রিবলিং আর প্রতিপক্ষকে কুপকাত করার দারুণ সব নিজস্ব কৌশল রয়েছে তার।
ক্লাবের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে সে ধারাবাহিক খেলায় থাকলে ভবিষ্যত একজন ভালো ফুটবলার হতে পারবে। মাহির এবার পঞ্চম শ্রেণীর ছাত্র। লেখাপড়ায় যেমন তার জুড়ি নেই, তেমনি ফুটবলের প্রতিও তার প্রবল আকর্ষণ।
মাহিরের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙুরা মোহাম্মদ গ্রামে। তার বাবার নাম মাহমুদ আহমদ ও মাতার নাম নাসু বেগম। তার জন্ম ও বেড়ে উঠা লন্ডনে। এ প্রতিবেদকের সাথে আলাপকালে মাহির জানায়, বড় হয়ে সে একজন ভালো ফুটবলার হতে চায়। এ জন্য এখন থেকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ করছে। তার স্বপ্ন একদিন সে লিও মেসির বার্সেলোনার হয়ে খেলবে। -দৈনিক জালালাবাদ