বিয়ানীবাজারে ৭১তম নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২০, ৯:৫৯ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে ৭১তম নানকার কৃষক বিদ্রোহ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে নানকার স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনাই নদীর তীরে তিলপাড়া ইউনিয়নের সানেশ্বর-উলুউরী গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্মৃতিসৌধে ফুল দেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার, শানেশ্বর গ্রামবাসী, উলউরি সমাজ কল্যাণ সংঘ, নানকার পাঠাগারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষ।
বিয়ানীবাজার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন, বিয়ানীবাজার কমিউনিস্ট পার্টির সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কেতকী রঞ্জন দাস, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বিয়ানীবাজার নিউজ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আকছার হোসেন প্রমুখ।
এছাড়াও পুষ্পাঞ্জলি অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, তিলপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।