প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে নিজাম আল-দ্বীন বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২০, ৯:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন রেজিঃনং(৮২৬/০৩) এর সদস্য নিজাম আল-দ্বীন ক্লাবের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রজন্ম ক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার ঘোষণা করা হলো।
বহিষ্কার করার কারনঃ
ক্লাবের ২৫বছর পূর্তী রজতজয়ন্তী অনুষ্ঠানে ক্ষমতার অপব্যবহার। (২৪-০১-২০২০)ইং
অনুষ্ঠান চলাকালীন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের সাথে খারাপ আচরন করা। ম্যাগাজিন সম্পাদক থাকায় নিজের ইচ্ছে মতো ম্যাগাজিন প্রকাশ করা।অনুষ্ঠান চলাকালীন সময় সন্ধার পর নিজাম আল-দ্বীন তার মত অনুসারী দের নিয়ে অনুষ্টান স্থলে হামলা ও হুমকি দেয়।বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বোয়া তথ্য প্রচার করা।
সার্বিক দিক বিবেচনা করে বিগত ১০-০৭-২০২০ ইং ক্লাবের সিনিয়র সদস্য দের উদ্যোগে নিজাম আল-দ্বীন এর সাথে ক্লাবের সদস্যদের বিরোধ মিমাংসা করার জন্য এক সভার আয়োজন করা হয়।উক্ত সভায় নিজাম আল-দ্বীন এর উপর উপরোক্ত অভিযোগ সিনিয়র সদস্য বৃন্দ দের সামনে তোলে ধরা হলে ক্লাবের সিনিয়র সদস্য বৃন্দরা কার্যনির্বাহী কমিটি কে নিজাম আল-দ্বীন বরাবর ডাকযোগে কারন দর্শানোর নোটিশ প্রেরন করতে বলেন।
সিনিয়র সদস্যদের কথা মতো
১৪-০৭-২০২০ইং ১ম নোটিশ
২২-০৭-২০২০ইং ২য় নোটিশ
২৬-০৭-২০২০ইং ৩য় নোটিশ
ডাকযোগে প্রেরন করা হয় তিনি প্রথম ২টি নোটিশ এর জবাব না দিয়ে ৩য় নোটিশ ২৬-০৭-২০২০ইং নোটিশ এর ২০ সংখ্যাকে ২২ করে জালিয়াতির আশ্রয় নিয়ে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জানতে চান যে ২০২০ সাল বর্তমানে চলের ২০২২ সাল কেমনে হলো।
তার দেওয়া নোটিশ এর জবাব কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্য মানতে না পারায় ১২-০৮-২০২০ইং কার্যনির্বাহী কমিটি এক জরুরী সভার মাধ্যমে নিজাম আল-দ্বীন কে ক্লাব থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।সাথে সাথে ক্লাবের সদস্যরা কার্যনির্বাহী কমিটির সাথে একাত্বতা পোষণ করে গণস্বাক্ষর এর মাধ্যমে প্রমান করে দেয় যে প্রজন্ম ক্লাবে কোনো জালিয়াতির- টাই নাই।
সুতরাং নিজাম আল-দ্বীন অত্র সংগঠনে থাকা নিরাপদ নয় বিধায় তাহাকে (নিজাম আল-দ্বীন)কে প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে কার্যনির্বাহী কমিটি ও সাবেক নেতৃবৃন্দের ও স্বাক্ষরকৃতো সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আজীবনের জন্য সদস্য পদ বহিষ্কার ঘোষণা করা হলো।বিজ্ঞপ্তি