ছাতকে বিজিবি ও পাথর শ্রমিকদের সংঘর্ষ, আহত ১৫
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২০, ৮:৫৯ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে চোরাই পথে পাথর উত্তোলনে বাঁধা দেয়ার ঘটনায় পাথর শ্রমিকদের সাথে বিজিবি সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে ৩ বিজিবি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগষ্ট) ভোররাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রতনপুর গ্রাম সংলগ্ন সীমান্তবর্তী বাইরং নদীর তীরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনপুর গ্রামের আহমদ আলী ও ফুল মিয়ার নেতৃত্বে প্রায়ই বাইং নদী থেকে অবৈভাবে সিঙ্গেল পাথর উত্তোলন করা হতো। একইভাবে মঙ্গলবার ভোর রাতে বাইরং নদীতে ১৫-২০জন শ্রমিক চোরাই পথে পাথর উত্তোলন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পাথর উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকদের ধাওয়া করে। এসময় পাথর শ্রমিকরা পাল্টা ধাওয়া দিলে বিজিবি সদস্যদের সাথে পাথর শ্রমিকদের সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হালিম, বিজিবি সদস্য কাওছার, জাহাঙ্গীরসহ ১৫ ব্যক্তি আহত হন। এসময় এরশাদ আলী নামক এক শ্রমিক আহত হয়। আহত নোয়াকোট বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হালিমসহ ২ বিজিবি সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নোয়াকোট বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, বাইরং নদী থেকে চোরাই পথে পাথর উত্তোলনে বাঁধা দিলে পাথর উত্তোলনে নিয়োজিতরা বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। এসময় তিনিসহ ক্যাম্পর ২ সদস্য আহত হয়। তিনি জানান, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে। ক্যাম্প কমান্ডার আব্দুল হালিম বাদী হয়ে স্থানীয় ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।