রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২০, ৫:৫১ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও গণপরিষদের সাবেক সদস্য আজিজুর রহমানের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীবাজার পৌর ঈদগাহ ময়দানে আজিজুর রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে সদর উপজেলার গুজারাই গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মা বাবার কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যদায় শ্রদ্ধা জানান জেলা ও পুলিশ প্রশাসন।
সোমবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান।
আজিজুর রহমান করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে মৌলভীবাজার থেকে ঢাকায় নিয়ে বিএসএমএমইউতে ভর্তি করে উন্নত চিকিৎসা দেয়া হয়েছিল।