সিলেটে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২০, ৪:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ :
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া। সোমবার (১৭ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার উপসর্গ থাকায় সোমবার সকালে নমুনা জমা দেন কমিশনার গোলাম কিবরিয়া। সোমবার রাতে কমিশনার স্যারের রিপোর্ট পজিটিভ আসে।
গোলাম কিবরিয়া ২০১৬ সালের ২৯ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯১ সালে ১২তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম জেলায় এএসপি হিসেবে পদায়ন হয় তার।
২০০৪ সালে তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। কর্মময় জীবনে নাটোর, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ডিএমপি এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় কর্মরত ছিলেন গোলাম কিবরিয়া। ২০১৪ সালে তিনি আইজিপি ব্যাচে ভূষিত হন।
এছাড়া এই পুলিশ কমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কসোভো এবং ইস্ট তিমুরে পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন।